বিসিসির সড়ক পরিদর্শকদের পাঠিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেন
বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় দোকান উচ্ছেদ
স্টাফ রিপোর্টার : বরিশালের নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অস্থায়ী দোকানে অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে সিটি কর্পোরেশন (বিসিসি)।সোমবার বেলা ১১টার দিকে এ অভিযানে অংশ নেন বিসিসির রোড ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এবং মোস্তাফিজুর রহমান বাবু। বিসিসি সূত্র জানিয়েছে,সোমবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন র্যালির আয়োজন করে।সকাল ৯টার দিকে র্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার টাউন হলের সামনে শেষ হয়।র্যালি শেষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান টাউন হলের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করার জন্য দোকান মালিকদের পরামর্শ দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করে বিসিসির সড়ক পরিদর্শকদের পাঠিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেন।