Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নেশা জাতীয় পানীয় পান করে ২ যুবকের মৃত্যু 
Saturday October 13, 2018 , 5:13 pm
Print this E-mail this

কর্তব্যরত চিকিৎসক জানায়, তাদের দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় এ মৃত্যু হয়েছে

বরিশালে নেশা জাতীয় পানীয় পান করে ২ যুবকের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলায় নেশা জাতীয় পানীয় পান করে ২ যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন, সোহাগ হাওলাদার (২৫) ও ইব্রাহিম হাওলাদার (২৪)। একই ঘটনায় সবুজ হাওলাদার নামে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। এর আগে দুপুরে সোহাগের মৃত্যু হয়। সোহাগ হাওলাদার উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে ও একই এলাকার সেকেন্দার হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার। মঙ্গলবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসপাতালে ভর্তি সবুজ হাওলাদার হস্তিশুন্ড গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানায়, গত ১ অক্টোবর সোহাগ, ইব্রাহিম ও সবুজ মোটরসাইকেলের ব্রেক অয়েল, রেক্টিফাইড স্পিরিট, ইয়াবা, ঘুমের ওষুধ, সলিউশন গাম এবং এনার্জি ড্রিংকস টাইগার মিলিয়ে তা ২৪ ঘণ্টা মাটির নিচে পুঁঁতে রাখে। এরপর গত ২ অক্টোবর রাতে ওই নেশা জাতীয় পানীয় (মিকচার) রাতে পান করে করে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ে। রাতে প্রথমে তাদের উজিরপুর হাসপাতালে, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনেরই অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সোহাগের মৃত্যু হয়। রাত ৩টার দিকে ইব্রাহিমের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানায়, তাদের দুটি কিডনিই অকেজো হয়ে যাওয়ায় এ মৃত্যু হয়েছে। উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




Archives
Image
ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন