|
বরিশাল-পটুয়াখালী সড়কে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় আহত ২০
স্টাফ রিপোর্টার : বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন।শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ব্রিজের টোলঘর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাজ মনি নামে বাসটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী থেকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে আসছিলো।আহত ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশালের কীর্তনখোলা নদীর ওপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু অতিক্রমকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।পরে বাসটি সেতুর ঢালে নির্মাণাধীন সিটি গেটের সঙ্গে সজোরে গিয়ে ধাক্কা খায়।এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে বাসের প্রায় ২০ যাত্রী আহত হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আহতদের মধ্য থেকে সায়লা (১৩), আরিফা (৪), সীমা (২২), রাব্বি (৪), আলী হোসেন (২৭), রিনা (২৪), মজিবর (৪০), বাদশা (১১), রানী (১৪), রিজিয়া (৪০), আঃ মান্নান (৬০), নিজাম (৩১), মাহাবুব (১৫), হারুন (৩০), কাজল আক্তার (২৫), জাহাঙ্গীরকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে ভর্তিরত আহতদের মধ্যে তেমন কেউই শঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা: সুব্রত পাল।অপরদিকে দুর্ঘটনায় ফলে বরিশাল-পটুয়াখালী সড়কে সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।
Post Views:
১১৬
|
|