প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে নির্যাতিত সুমন হাসানের পাশে জেলা ও মহানগর আ’লীগ নেতৃবৃন্দ
Saturday March 17, 2018 , 1:24 pm
ডিবি পুলিশের কতিপয় সদস্য যে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক
বরিশালে নির্যাতিত সুমন হাসানের পাশে জেলা ও মহানগর আ’লীগ নেতৃবৃন্দ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের কতিপয় সদস্যদের অকথ্য নির্যাতনের শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর ক্যামেরা পার্সন সুমন হাসান এর খোঁজ খবর নিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যার দিকে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন সুমন হাসানের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সুমন হাসান এর উপর ডিবি পুলিশের কতিপয় সদস্য যে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এই ঘটনায় তারা সুষ্ঠু বিচারের বিষয়ে আশাব্যক্ত করেন তারা।