র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়
বরিশালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (০৬-০১-১৮) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের জেলা সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ওসমান গনি বিএসসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান নিজামী, সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এএএম ফয়েজ হোসেন, গণফোরাম নেতা এ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, রাজশাহী বিভাগীয় বাংলাদেশ নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, খুলনা বিভাগীয় নির্মান শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক শেখ মো. বাদল এবং বরিশাল বিভাগীয় নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রিয় নেতা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ।