প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে
বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের নির্মাণাধীন একটি বহুতল ভবনের চতুর্থতলা থেকে লাফিয়ে পড়ে মুক্তা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মুক্তা বেগম বরিশাল নগরের লাকুটিয়া সড়ক সংলগ্ন বিলু বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাহার আলীর মেয়ে। তার স্বামী কবির হোসেন ঢাকায় থেকে ব্যবসা করেন। শুক্রবার (১১ মে) দুপুর ১টার দিকে সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাশিপুরের শাহপড়ান সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কর্মকর্তারা। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বেলা ১টার দিকে শাহপড়ান সড়ক সংলগ্ন জহির উদ্দিনের মালিকানাধীন ৭ তলা ভবনের পঞ্চম তলা থেকে ২০ বছরের ওই তরুণীকে চতুর্থতলা থেকে নিচে পড়তে দেখে পাশের একটি মাদরাসার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চিৎকারের শব্দে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করেন। এদিকে বাড়ির দেখভালের দায়িত্বে থাকা নাইমুর রহমান জানান, ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাটে বাড়ির মালিক পরিবার নিয়ে থাকেন। এছাড়া পুরো ভবনজুড়েই কাজ চলছে। ঘটনার সময় নির্মাণ শ্রমিকরা ভবনের নীচতলাসহ বিভিন্ন স্থানে কাজ করছিল। কিন্তু কেউ কিছুই দেখতে পাননি। নিহতের খালাতো ভাই ফিরোজ জানান, মুক্তা বেগম মানসিকভাবে ভারসাম্যহীন। তার স্বামী ঢাকায় থেকে শ্বশুরের ব্যবসা দেখাশুনা করেন। আর মুক্তা বেগম তার দুই কন্যা সন্তান স্বর্ণা ও সোহেলীকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। দুপুরের দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। কিছুক্ষণ পরে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে পূর্ব কাশিপুরে আসেন তারা এবং ছাদ থেকে লাফিয়ে পড়া নারীকে মুক্তা বেগম হিসেবে শনাক্ত করেন। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রথমে পরিচয় জানা না গেলেও পরে ওই নারীর স্বজনরা মরদেহটি শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।