|
নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সহযোদ্ধা হলেন আরও ৮ জন
বরিশালে নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের পথচলা শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সংবাদিকতায় অনুকূল পরিবেশ তৈরী ও নিপেড়িত সাংবাদিকদের পাশে দাড়ানোর প্রত্যয়ে বার্তা সম্পাদকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করলো নিউজ এডিটরস কাউন্সিল,বরিশাল নামক সাংবাদিক বান্ধব একটি সংগঠনের।শুক্রবার বিকালে নগরীর একটি অভিজাত রেস্তোরায় স্থানীয় দৈনিকে কর্মরত বার্তা সম্পাদকদের সভায় সর্ব সম্মতিক্রমে এই সংগঠনের পথচলা শুরু হয়।একইসাথে ৯ সদস্যের একটি কার্যকরি কমিটির অনুমোদন দেয়া হয়।আজকের প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলামকে সভাপতি ও সময়ের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সহ-সভাপতি নির্বাচিত হন বরিশালের কথা পত্রিকার বার্তা সম্পাদক আল-আমিন জুয়েল ও কলমের কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম.কে রানা।যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন দক্ষিণাঞ্চল পত্রিকার ফাহিম ফিরোজ।সাংগঠনিক সম্পাদক করা হয় বরিশাল প্রতিদিন পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক খন্দকার রাকিব,দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রিপন হাওলাদারকে কোষাধ্যক্ষ,দৈনিক বরিশাল অঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক তানভীর হাসান আকিবকে দপ্তর সম্পাদক এবং নির্বাহি সদস্য নির্বাচিত হন বরিশাল বার্তা পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পটোয়ারী।সভা শেষে সংগঠনকে বেগবান করতে সর্বসম্মতিক্রমে নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদিত হয়।নিউজ এডিটরস কাউন্সিল,বরিশালের প্রথম সভা আজ ২ অক্টােবর নগরীর একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।এছাড়া সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে নিউজ এডিটরস কাউন্সিলে আরও ৮ জন বার্তা সম্পাদককে নির্বাহী সদস্যর পদাধিকার প্রদান করা হয়।এরা হলেন, দৈনিক সাহসী বার্তার বার্তা সম্পাদক সাঈফ আমিন,আজকের বার্তার বার্তা সম্পাদক জাকির হোসেন,দখিনের মুখ’র বার্তা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ বাণী’র বার্তা সম্পাদক হুমায়ূন কবির রোকন,বিপ্লবী বাংলাদেশ’র বার্তা প্রধান আহম্মেদ জালাল,তারুণ্যের বার্তা’র বার্তা সম্পাদক আহম্মেদ কাওছার ক্ষৌণিশ,আমাদের বরিশাল’র যুগ্ম বার্তা সম্পাদক আরিফ হোসেন এবং আজকের বরিশাল’র বার্তা সম্পাদক আমিনুল শাহীন।সভায় নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের বাৎসরিক কর্মপরিকল্পনা নির্ধারণ এবং গঠনতন্ত্র প্রণয়নের ৫ সদস্যের উপকমিটি গঠন করা হয়।হুমায়ূন কবির রোকনকে আহ্বায়ক এবং ফাহিম ফিরোজকে সদস্য সচিব এবং খন্দকার রাকিব,রিয়াজ পাটোয়ারী,আমিনুল শাহীনকে সদস্য করে এই উপ-কমিটি ৮ অক্টোবর খসরা গঠনতন্ত্র জমা দেয়ার সিদ্ধান্ত হয়।সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম.কে রানা,আহম্মেদ কাওছার ক্ষৌণিশসহ উপস্থিত নেতৃবৃন্দ।

Post Views:
৩০৮
|
|