Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৫, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নাশকতার অভিযোগে পুলিশ সদস্য আটক 
Wednesday July 26, 2017 , 5:15 pm
Print this E-mail this

থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান

বরিশালে নাশকতার অভিযোগে পুলিশ সদস্য আটক


ইয়াছিন আরাফাত (২৬)

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নাশকতার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। এএসআই আমজাদ আটককৃত পুলিশ সদস্য ইয়াছিন আরাফাত (২৬)-কে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে ২৬ জুলাই বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে জিঞ্জাসাবাদের জন্য আটক করেন বলে জানা গেছে। অবশ্য ডিউটি অফিসার এসআই গৌতম জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বাহিরে রয়েছেন সে বিস্তারিত বলতে পারবেন। আটকের বিষয়ে বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান জানান, তার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গত ১৪ জুলাই গভীর রাতে কে বা কারা নীচ তলার স্টোর রুমে আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়িয়ে দেয় পুনরায় ১৬ জুলাই গভীর রাতে চেয়ারম্যানের নিজ কক্ষে নাশকতাকারি তালা ভেঙ্গে প্রবেশ করে তার দুইটি মোবাইল সেট, নগদ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ব্যাপারে প্রথমে ঝালকাঠি থানায় চেয়ারম্যান নিজে জিডি করেন, যার নং-৭০৫ (১৪/০৭/১৭)। অপরদিকে ১৬ই জুলাইয়ের ঘটনায় আটককৃত ইয়াছিন আরাফাতের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান। আটককৃত ইয়াছিন আরাফাত বালকদিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।




Archives
Image
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Image
অপহরণের আট দিন পর চবির পাঁচ শিক্ষার্থী মুক্ত
Image
ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Image
মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র করতে বিক্ষোভ, উত্তপ্ত নগরী