প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের র্যালি
Thursday August 24, 2017 , 5:39 pm
নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক নাটিকা প্রদর্শিত
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের র্যালি
স্টাফ রিপোর্টার : নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশাল নগরীতে র্যালি করেছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)।বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রতিষ্ঠানটির সম্মুখ সিঅ্যান্ডবি রোড এলাকায় উদ্বোধন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. ফরিদ আহম্মেদ।র্যালিটি ইউজিভি ক্যাম্পাস থেকে শুরু হয়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে শেষ হয়।পরক্ষণে ইউজিভির হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের প্রভাষক তাহ-ফুতুত-ফালাসিফা।বিশ্ববিদ্যালয়ের ড. ফরিদ আহম্মেদ বলেন, সরকারের পাশাপাশি নারীদের নিরাপত্তায় সচেতনতা আনায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বেসরকারি এনজিও সংস্থা আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল এবং শহরের ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী সূর্যানী সমদ্দার।সভায় বক্তারা বলেন, নারীদের পরিবার ও কর্মস্থলে নিরাপত্তা প্রদান এবং এর পাশাপাশি সমাজে পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুতারোপ করেন।পরে ইউজিভি’র শিক্ষার্থীদের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক নাটিকা প্রদর্শিত হয়।