তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এবং দূর্বার নেটওয়ার্কের
বরিশালে নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে বরিশালে লিফলেট বিতরণ আলোচনা সভা, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আভাসের সভাকক্ষে আলোচনা সভা হয়। পরে সামনের সড়কে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন করা হয়। তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম এবং দূর্বার নেটওয়ার্কের আয়োজনে নারীপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি হয়েছে। দূর্বার নেটওয়ার্কের সভানেত্রী হাসিনা বেগম নীলার সভাপতিত্বে বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয় বরিশালের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন আহমদ, স্বাগত বক্তব্য দেন কাওছার পারভীন প্রমুখ। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণে কিশোর ও পুরুষদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।