Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার লাশ উদ্ধার 
Sunday September 30, 2018 , 7:36 pm
Print this E-mail this

ধর্ষণের পরে হত্যার ঘটনা ঘটতে পারে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে

বরিশালে নারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের একটি ভাড়াটিয়া বাসা থেকে স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) মারুফা আক্তারের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শহরের লুৎফর রহমান সড়কের শরীফ মঞ্জিলের তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মারুফা আক্তার শহরের গণপাড়া এলাকার জহিরুল হায়দার চৌধুরীর স্ত্রী। তার স্বামী জোহুর হায়দার চৌধুরী রাজধানী ঢাকায় প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাড়ির মালিকের সঙ্গে নিঃসন্তান মারুফার কথা হয়। সকালে ঢাকায় অবস্থানরত জহিরুল হায়দার চৌধুরী তার স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেননি মারুফা। পরে জহিরুল বাড়ির মালিকের কাছে ফোন দিয়ে তার স্ত্রীর অবস্থান এবং ফোন রিসিভ না করার কারণ জানতে চান। বাড়ির মালিক ওই বাসার সামনে গিয়ে মারুফার ফ্ল্যাট ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে বিষয়টি জহিরুলকে অবহিত করেন। জহিরুল তার বড় ভাইকে এ বিষয়ে খোঁজ নিতে পাঠান। বড় ভাই ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানান। পরে কাউন্সিলর সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে। মারুফা আক্তার এই বাসায় সাত বছর ধরে ভাড়া থাকতেন। বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) অরবিন্দু বিশ্বাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহের ডান কান ও মাথায় ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডটি রহস্যজনক হিসেবে ধারণা করা হচ্ছে বলে জানান এস আই অরবিন্দু। তাছাড়া মরদেহটি পড়ে থাকতে দেখার চিত্র ধর্ষণের পরে হত্যার আলামত বহন করে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ধর্ষণের পরে হত্যার ঘটনা ঘটতে পারে। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এ বিষয়গুলো বেরিয়ে আসবে বলেও জানান তিনি।




Archives
Image
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Image
ত্রাণের টাকা কোথায়, জানালেন হাসনাত আব্দুল্লাহ
Image
বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু
Image
আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ ছিলাম না : মাহফুজ আলম
Image
হোটেলে ঝুলছিল তরুণীর মরদেহ, পালানোর সময় স্বামীসহ আটক ২