Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন 
Thursday November 22, 2018 , 2:06 pm
Print this E-mail this

নৌ বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা জনসাধারনকে যুদ্ধ জাহাজ ঘুরে দেখান এবং জাহাজ সম্পর্কে অবহিত করেন

বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নানা আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২১ নভেম্বর) স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহ’র মাজার জিয়ারত, পুষ্পস্তাবক অর্পণ ছাড়াও জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে শেখ হাসিনা সেনানিবাসে আয়োজন করা হয় সংবধর্ণ অনুষ্ঠান। বিকাল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাঈনুদ্দিন, ডিজিএফআই’র অধিনায়ক জিএম শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়া বুধবার বিকালে বরিশাল নগরীর বিআইডব্লিউটিএ মেরিন ওয়ার্কশপ সংলগ্নে কীর্তনখোলা নদীতে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘কর্নফুলী’ জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় নৌ বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা জনসাধারনকে যুদ্ধ জাহাজ ঘুরে দেখান এবং জাহাজ সম্পর্কে অবহিত করেন। নৌ বাহিনীর দেয়া তথ্যানুযায়ী, স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বাংলাদেশ নৌ বাহিনীর শহীদ হওয়া সদস্যদের স্মরণে ও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার সকালে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল এম আশরাফুল হক খুলনাস্থ রুপসা ফেরিঘাটের সন্নিকটে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ট রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহ’র মাজার জিয়ারত ও পুষ্পস্তাবক অপর্ণ করা হয়।




Archives
Image
চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান ড. ইউনূস
Image
বাংলাদেশের কঠোর সিদ্ধান্তের পরেই নতুন ঘোষণা ভারতের
Image
স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন : ইসি মাছউদ
Image
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
Image
বরিশালে অটোর চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ