Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৬, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন 
Saturday March 17, 2018 , 2:15 pm
Print this E-mail this

সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করে

বরিশালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো এই প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন ও অনান্য সাংস্কৃতিক সংগঠন ১৬ মার্চ থেকে দুই দিনের কর্মসূচি বাস্তবায়ন করেছে। জেলা প্রশাসন আয়োজন করে রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শনিবার দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শনিবার সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ওয়ার্কার্স পার্টির পক্ষে সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ অনান্য সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শিশুদের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সার্কিট হাউস থেকে শুরু হওয়া র‌্যালী অশ্বিনী কুমার হলে এসে আলোচনা সভায় অংশ নেয়। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করে।

 




Archives
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
Image
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় নিজাম গ্রেফতার
Image
বরিশালের চরমোনাইতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চাঁদেরহাট স্পোর্টস ক্লাব’