Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নাজেম’স্ রেস্তোরার বিরিয়ানী খেয়ে ১২ জন অসুস্থ্য 
Tuesday October 3, 2017 , 11:51 am
Print this E-mail this

নাজেম’স্ রেস্তোরার পরিচালক বলেন,অসুস্থ ব্যক্তিরা আমাদের বিরিয়ানী খেয়ে নয়,অন্য কিছু খেয়ে অসুস্থ হয়েছেন

বরিশালে নাজেম’স্ রেস্তোরার বিরিয়ানী খেয়ে ১২ জন অসুস্থ্য


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরায় র‌্যাব-৮ এর ভেজাল বিরোধী অভিযানের মধ্যেই নাজেম’স্ রেস্তোরার বিরিয়ানী খেয়ে ১২ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।এরমধ্যে দুইজনকে গত ৩০ সেপ্টেম্বর বরিশাল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে,অসুস্থ একজন ব্যতিত অন্যরা নগরীর মল্লিক রোডের একটি বাসার আমন্ত্রিত অতিথি হয়ে ওই বিরিয়ানী খেয়ে অসুস্থ (ডায়রিয়ায় আক্রান্ত) হয়েছেন।রবিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ নুর উদ্দিন (৩২) জানান,গত ২৯ সেপ্টেম্বর রাতে তিনি নাজেম’স রেস্তোরার বিরিয়ানী খেয়ে রাত থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হন।পরেরদিন স্বজনরা তাকে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন।একই হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া রোডস্থ বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকার বাসিন্দা তাজুল ইসলাম (৫৫) জানান,গত ২৯ সেপ্টেম্বর রাতে মল্লিক রোডের সরদার শাহীনের বাসায় তাদের স্বপরিবারসহ ১১জনের আমন্ত্রণ ছিলো। তাদের সবাইকে নাজেম’স্ রেস্তোরার বিরিয়ানী খাওয়ানো হয়।ওই বিরিয়ানী খেয়েই তিনি,তার স্ত্রী জাহানারা বেগম,পুত্র তাসিম ও সাদিম এবং আমন্ত্রিত ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরসহ বিরিয়ানী খাওয়া সবাই (১১জন) ডায়রিয়ায় আক্রান্ত হন।সূত্রমতে,র‌্যাবের অভিযানের মুখে হোটেল-রেস্তোরা মালিকদের ডাকা আন্দোলনের কারণে নগরীতে দুইদিন হোটেল-রেস্তোরা বন্ধ ছিলো।এ কারণে পুরনো বাঁশি খাবার গরম করে বিক্রি করেছে নাজেম’স্ রেস্তোরা।ওই খাবার খেয়েই উল্লেখিতরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।পুরনো বাঁশি খাবার বিক্রির অভিযোগ অস্বীকার করে নাজেম’স্ রেস্তোরার পরিচালক মোঃ রেজা বলেন,অসুস্থ ব্যক্তিরা আমাদের বিরিয়ানী খেয়ে নয়,অন্য কিছু খেয়ে অসুস্থ হয়েছেন।




Archives
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা
Image
রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন