|
নগরীর শতাধিক মসজিদে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা
বরিশালে দোয়া-মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মযদানে যথাযথ মর্যদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে প্রধান ঈদুল-আযহার নামাজ আদায় করা সহ নগরী ও শহরতলীর শতাধিক মসজিদে ত্যাগের মহিমায় স্মরণ করে রোহিঙ্গা মুসলিমদের জান-মাল হেফাজত করা সহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করা হয়।সকাল ৮টায় নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল-আযহার প্রধান নামাজ অনুষ্ঠিত হয়।এখানে ঈদুল-আযহার নামাজ আদায় করেন বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল,বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি নাজমুল আহসান,জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, বিসিসি’র সি.ই.ও ওয়াহেদুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আঃ রউফ খানসহ বিবিন্ন প্রশাসনের কর্মকর্তা।এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অন্যান্নদের মধ্য নামাজ আদায় করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি সুপ্রিমকোট বার সদস্য এ্যাড: গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড: একে এম জাহাঙ্গির, আওয়ামীলীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মহানগর আওয়ামীলীগ নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড:আফজাল হোসেন।এদিকে প্রধান ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করতে আসেননি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড: মুজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন।প্রধান ঈদগাহ ময়দানে নামাজ পড়তে না আসার কারণ কি এ ব্যাপারে বিএনপি যুগ্ন মহাসচিব এ্যাড: মুজিবর রহমান সরোয়ার বলেন, এখানে ইমাম সাহেবের পিছনের জায়গাহ রাজনৈতিক ভাবে দখল করে রাখা ও সম্মান বিশৃংখলা থাকার কারনেই আসা হয়নি।মুজিবর রহমান সরোয়ার তিনি নামাজ আদায় করেছেন তার নিজ এলাকা পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে।অপরদিকে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন নিজ এলাকার জামে ওদুদিয়া মসজিদে ঈদুল-আযহার নামাজ আদায় করেন।এছাড়া বড় ঈদুল-আযহার নামাজ অনুষ্ঠিত হয় শহরতলী চরমোনাই পীর দরবার শরীফের ময়দানে এখানে এক কাতারে বিশ হাজারেরও বেশী এলাকাবাশী ইদুল-আযহার নামাজ আদায় করেন।বরিশালে অন্যদিকে আরো ঈদুল-আযহার নামাজ অনুষ্ঠিত হয় গুঠিয়া জামে মসজিদ, নগরীর মুসরিম গোরস্থান জামে, মসজিদ, পলাশপুর কাজির গোরস্থান জামে মসজিদ, সদররোড বায়তুর মোকারম জামে মসজিদ,জামে কসাই মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদসহ নগরীর শতাধিক মসজিদে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা।নামাজ শেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে আলিঙ্গন করে।নামাজের ইমামতি করেন স্টীমারঘাট জামে মসজিদের ছানী ইমাম শিহাব উদ্দিন আহম্মেদ।পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নগরীতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
Post Views:
১২৭
|
|