মণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে
বরিশালে দূর্গাপূজায় আতশবাজি-পটকা নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মালম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় দুর্গাপূজয় আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম।দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বরিশাল পুলিশ লাইন্সে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।তিনি জানান মণ্ডপগুলোতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।পাশাপাশি আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে আয়োজকদেরও সচেষ্ট থাকতে হবে।সভায় বরিশাল বিভাগের সকল জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।