Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দূধর্ষ ডাকাতি মামলায় প্রধান আসামীকে জেল হাজতে প্রেরণ 
Wednesday May 11, 2022 , 8:15 pm
Print this E-mail this

দূধর্ষ ডাকাতির পর স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, সিন্ধুকে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট

বরিশালে দূধর্ষ ডাকাতি মামলায় প্রধান আসামীকে জেল হাজতে প্রেরণ


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে দূধর্ষ ডাকাতির পর স্বামী স্ত্রীকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার ওই মামলায় আসামী লালন মোল্লা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালন মোল্লা ওই এলাকার মতিউর রহমান মোল্লার ছেলে।জানাগেছে, ২০১২ সালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে দূধর্ষ ডাকাতির পর স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এতে ওই এলাকার দাদন চৌধুরী ও তার স্ত্রী লাভলী বেগমকে গুরুত্বর আহত হয়। এসময় ডাকাত দল দাদন চৌধুরীর ১২ বছরের ছেলে সিয়াম ও ৯ বছরের মেয়ে লিসার হাত-পা বেঁধে রেখে দাদনের রুমে ঢুকে সিন্ধুক ভাঙার চেষ্টা করলে, দাদন ও তার স্ত্রী বাধা দিলে তাদেরকে এলোপাথারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সিন্ধুকে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মুলাদী হাসপাতালে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দাদন চৌধুরী বাদী হয়ে মুলাদী থানায় ডাকাত সর্দার লালন মোল্লাকে প্রধান আসামী করে নামধারী ৮ ও অজ্ঞাত আরো ৩-৪ জনের নামে মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ১০ বছর এই মামলা চলমান রয়েছে। বিভিন্ন সময় মামলার আসামীরা আটক হলেও জামিনে বের হয়ে বাদী ও স্বাক্ষিদের হুমকি প্রদান করছে। যার ফলে স্বাক্ষীরা আদালতে স্বাক্ষ দিতে পারছে না। দাদন চৌধুরী বলেন, ডাকাত লালন মোল্লা মুলাদী সহ বিভিন্ন স্থানে ডাকাত বাহিনী গড়ে তুলেছে। তার বিরুদ্ধে মামলা করলেও স্বাক্ষির অভাবে পার পেয়ে যাচ্ছে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম