Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই বিএনপি নেতার বিরুদ্ধে জালিয়াতি মামলা 
Saturday July 7, 2018 , 6:08 pm
Print this E-mail this

পৈত্রিক সম্পতি রেকর্ড করে নেওয়ার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে আদলতে প্রতারণা আইনে মামলা দায়ের

বরিশালে দুই বিএনপি নেতার বিরুদ্ধে জালিয়াতি মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জলিয়াতির মাধ্যমে এক জনের প্রত্রিক সম্পতি ভূঁয়া রেজিষ্ট্রি করে নেয়ার অভিযোগে সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরসহ দুই বিএনপি নেতাকে অভিযুক্ত করে আদালতে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর ২৪নম্বর ওয়ার্ড ধান গবেষণা রোড এলাকার মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে ওই ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা। আদালতের বিচারক মারুফ আহমেদ মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেয়ার আদেশ দেন। অভিযুক্তরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ ও নগরীর ১০ নম্বর ওয়ার্ড চাঁদমারী এলাকার আবুল কাসেমের ছেলে বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু। এজাহার সূত্রে জানা গেছে, বাদী মো. নাজমুল হুদার, পৈত্রিক সম্পতি বরিশাল আলেকান্দা ৫০ নম্বর মৌজার এসএ ২৭০৫/৩৯৩৬ নম্বর খতিয়ানের, ৮১২০ থেকে ৮১২৩ পর্যন্ত ও ৮১৫৪ থেকে ৮১৫৭ দাগের ১.৪৪১০ একর সম্পতি অভিযুক্তরা সাতক্ষীরা জেলার তালা সাবরেজিষ্ট্রি অফিসের ভূয়া সীল ব্যবহার করেন এবং মাঠ জরিপের কর্মীদের বিপুল অর্থের বিনিময়ে ম্যানেজ করে ভূয়া ডিপি খতিয়ান নিজেদের নামে ১৯৫৮ সালের ২০ জুন রেকর্ড করে নেয়। পরবর্তীতে গত ২৫জুন সকাল ৯টার সময় অভিযুক্তরা তাদের ২০থেকে ২২জন সন্ত্রসী বাহিনী নিয়ে সেই সম্পত্তি দখলের চেষ্টা করেন এ সময় বাদী নাজমুল হুদা তাদেরকে বাঁধা দেয় এবং সম্পত্তির কাগজ তাদের কাছে দেখতে চায় তখন অভিযুক্তরা তাকে জাল কাগজ দেখায়। এদিকে ওই রেকর্ডে দেখানো হয়েছে অভিযুক্ত কাউন্সিলর ফিরোজ আহম্মেদের বয়স ১৯৫৬ সালের পহেলা জুলাই এবং তার নামের রেকর্ডের তরিখ দেখানো হয়েছে ১৯৫৮ সালের ২০ জুন। অর্থাৎ তার বয়স তখন ১ বছর ১১ মাস ২০দিন। প্রতারণার মাধ্যমে বাদী নাজমুল হুদার পৈত্রিক সম্পতি রেকর্ড করে নেওয়ার অভিযোগে ওই দুই বিএনপির নেতার বিরুদ্ধে আদলতে প্রতারণা আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা