Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই পতিতাসহ আটক গণপূর্ত বিভাগের প্রকৌশলী! 
Thursday July 19, 2018 , 5:19 pm
Print this E-mail this

রবিউলের সাথে ভ্রাম্যমান পতিতা ছিলো, সোনিয়া আক্তার ওরফে ছোঁয়া এবং তানিয়া আক্তার

বরিশালে দুই পতিতাসহ আটক গণপূর্ত বিভাগের প্রকৌশলী!


নিজস্ব প্রতিবেদক : বরিশাল গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম দুই পতিতাসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েও রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে। কিন্তু একই অপরাধে অপরাধী হয়েও ওই দুই পতিতাকে যেতে হয়েছে জেল হাজতে। বরিশাল গণপূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী ওসমান গনি মোটা অংকের টাকা দিয়ে বেআইনি ভাবে ‘বিভাগীয় ব্যবস্থা’র মুচলেকা দিয়ে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে আসছিলেন মোল্লা রবিউলকে। ঐ সময় দুই পতিতাসহ প্রকৌশলী মোল্লা রবিউল আটকের বিষয়টি ছিল টক অব দ্যা টাউন। সেথেকে প্রায় এক বছর চলে গেলেও এখন পর্যন্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি মোল্লা রবিউলের বিরুদ্ধে। বরং পদোন্নতি পেতে উচ্চ পর্যায়ের প্রশিণ নিয়েছেন মোল্লা রবিউল ইসলাম। একই অপরাধে আটক তিন জনের মধ্যে দুই জনের জেল-জরিমানা হলেও কোন মতার বলে শাস্তির উর্ধ্বে বরিশাল গণপূর্ত উপ-বিভাগের এই উপ-বিভাগীয় প্রকৌশলী ! এনিয়ে জনমনে রয়েছে নান প্রশ্ন ? সূত্র মতে, বিভাগীয় ব্যবস্থা গ্রহনের মুচলেকা দিয়ে মোল্লা রবিউল ইসলামকে পুলিশের হাত থেকে নিয়ে আসলেও অর্থনৈতিক সুবিধা নিয়ে তৎকালীন নির্বাহী প্রকৌশলী ওসমান গনি গোপনে ট্রেনিংয়ে পাঠায় রবিউলকে। ছয় মাস ট্রেনিং শেষে স্বপদে আবার কাজ শুরু করেন মোল্লা রবিউল ইসলাম। প্রসঙ্গত, ২০১৭ সালের (২য় রমজান) জুন মাসের ২ তারিখ এই উপ-বিভাগীয় প্রকৌশলী মোল্লা রবিউল ইসলামকে দুইজন পতিতাসহ নগরীর একটি হোটেলের ৪০৫ নম্বর কক্ষ থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার। উপ-বিভাগীয় প্রকৌশলী মোল্লা রবিউল ইসলামের সাথে ভ্রাম্যমান পতিতা ছিলো, সোনিয়া আক্তার ওরফে ছোঁয়া এবং তানিয়া আক্তার। আটকের পর তানিয়া ও সোনিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করলেও প্রকৌশলী মোল্লা রবিউল ইসলামকে মুচলেকায় ছেড়ে দেন। যদিও তৎকালীন উপ-পুলিশ কমিমনার উত্তম কুমার পাল লিখিতভাবে মোল্লা রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ রাখেন। কিন্তু ঘটনার ১০ মাস অতিবাহিত হলেও কোন শাস্তির আওতায় আসেনি মোল্লা রবিউল। এছাড়াও মোল্লা রবিউলের বিরুদ্ধে রয়েছে টেন্ডার গুছ প্রক্রিয়ায় টেন্ডার বাজদের সহায়তা করা। এ বিষয়ে অভিযুক্ত বরিশাল গণপূর্ত উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোল্লা রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র করে আমাকে পুলিশে হাতে আটক করানো হয়েছিল। বিভাগীয় ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি দপ্তরের বিরুদ্ধে অন্য একটি দপ্তর বিভাগীয় ব্যবস্থা নিতে বলে কিভাবে। এছাড়া তিনি অন্য কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। এ বিষয়ে বরিশাল মেট্রাপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, যেহেতু গণপূর্ত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা নিজে এসে তাকে আমাদের কাছে মুচলেকা দিয়ে নিয়ে গেছেন, সেখানে শাস্তি প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের। এই কর্মকর্তা আরও বলেন, আমরা সঠিক সময়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কপি ডাক মারফত গণপূর্ত বিভাগে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় জানান, গণপূর্তের কোন প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে, কনস্টেবল গনি উপ-বিভাগীয় প্রকৌশলী রবিউলের অপরাধ সংক্রান্ত নোটিশ গণপূর্ত অফিসে পৌঁছে দিয়েছিলেন। সেখানে কর্মরত চতুর্থ শ্রেনীর একজন আয়া সেই নোটিশ গ্রহণ করেন।




Archives
Image
দাড়ি-গোঁফ চেঁছে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
Image
বন্ধুর প্রতারণায় নিঃস্ব প্রবাসী, বাউফলের বশিরের বিরুদ্ধে অর্থ আত্নসাতে মামলা!
Image
ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী
Image
ফেসবুক পোস্টের জেরে ভারতে থাকা বাংলাদেশির ভিসা বাতিল
Image
সোমবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল