রায়ের সময় পলাতক থাকায় পারভীনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি
বরিশালে দুই নারী মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদন্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাদক বিক্রির অপরাধে দুই নারী মাদক ব্যবসায়ীকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। ৩ সেপ্টেম্বর সোমবার বরিশালের যুগ্ম দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম বিচারাধীন বিশেষ ট্রাইব্যুনাল ৫ আদালত একই সাথে তাদের দুজনকে আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড দেন। দন্ডপ্রাপ্ত আসামীদ্বয় হচ্ছে বরিশাল নগরীর নিউ ভাটিখানা এলাকার আমির হোসেনের স্ত্রী মোসাম্মাৎ লিমা খাতুন ও দপ্তরখানা এলাকার আব্দুল বারেকের স্ত্রী পারভীন বেগম। রায় ঘোষনার সময় লিমা আদালতে উপস্থিত এবং পারভীন অনুপস্থিত ছিল। আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর ডিএডি আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে লিমার বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তল্লাশিতে লিমার ঘরের খাটের তোষকের নিচ হতে ১শ ৮ বোতল এবং খাটের নিচ থেকে দুটি সেভেন আপের বোতল ভর্তি ৪ লিটার তরল ফেন্সিডিল এবং পারভীনের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ৩০ টি ফেন্সিডিলের খালি বোতল ও কর্ক উদ্ধার হলে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়। দুইমাস ২২ দিন তদন্ত করে সত্যতা পেয়ে থানার এস আই হেমায়েল কবির আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে দুজনকে একই মেয়াদের দন্ড দেন। রায়ের সময় পলাতক থাকায় পারভীনের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং রায় শেষে লিমাকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।