স্টাফ রিপোর্টার : বরিশালে দুদিন ব্যাপি সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও ও মিনা বিষয়ক প্রশিক্ষনসহ শিশু ও নারী উন্নয়ন রিপোটিং সহ নারী ও শিশু নির্যাতন বিষয়ের উপর সচেতনতামূলক রিপোর্ট এবং ফিচার লেখার উদ্বুদ্ধ করার উপর প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত ও সনদ প্রদান করা হয়। সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের অর্থায়নে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে ৯ ও ১০ই মে এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট এর সমন্বয়কারী (পিআইবি) সিনিয়র প্রশক্ষক রাফিজা রহমানের পরিচালনায় প্রশিক্ষন সমাপনি অনুষ্ঠানে কর্মশালার রিসোর্সপার্সন এবং বেসরকারী স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ শিশু ও নারী নির্যাতন বিষয়ের উপর রিপোটিংয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে রিপোর্ট করার জন্য সাংবাদিকদের হাসি খুশী প্রাণবন্তভাবে তার সেশন পরিচালনা করেন। এসময় তিনি নারী ও শিশুদের উপর চোখে দৃষ্টি পড়ার মত ফিচার লেখার কৌশলসহ বিভিন্ন তথ্য উপাতথ্য তুলে ধরেন। এছাড়া তিনি শিশু ও নারীদের মান-সম্মান সংবাদ ও চিত্রের পরিবেশন করার মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে মানবিক লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করার উপর প্রশিক্ষন দেন। প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে পিআইবি প্রশাসন পরিচালক মোঃ ইলিয়াস হোসেন বলেন, প্রশিক্ষনার্থী সংবাদ কর্মীদের মান আরো বৃদ্ধি, গবেষনা সহ উন্নতমানের প্রশিক্ষনের ব্যাবস্থার জন্য পিআইবি কাজ করে যাচ্ছে।
এসময় আরো বক্তব্য রাখেন, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় জাতীয় ও স্থানীয় ত্রিশজন সংবাদ কর্মী অংশ নেয়।