|
সরকার এদেশে নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে – মজিবর রহমান সরোয়ার
বরিশালে দিনব্যাপী মহানগর ও জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন,ভোটার বিহীন অবৈধ সরকার দেশে নারীদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে।তিনি আরো বলেন,দেশনেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া গনতন্ত্র ও জনগনের ভোটের অধিকারের জন্য নয় বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আপোষহীনভাবে আন্দোলন-সংগ্রাম লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এদেশের মানুষের মাঝে।তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকার ছাড়া অবৈধ সরকারকে আর কোন নির্বাচন করতে দেয়া হবে না।আজ (০৪-১০-১৭) সকালে অশ্বিনী কুমার টাউন হলে মহানগর মহিলা দলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দল সভানেত্রী ও কর্মী সম্মেলনের উদ্বোধক আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদিকা সাবেক এমপি সুলতানা আহমেদ,বিশেষ অতিথি বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলাদল সহ-সভাপতি জেবা খান,কেন্দ্রীয় মহিলাদল যুগ্ন সম্পাদিকা হেলেন জেরিন খান,বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক বিএম কলেজ সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু,পিরোজপুর মহিলা দল সহ-সভাপতি সেলিনা জামান,বরিশাল জেলা দক্ষিন বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।এসময় আরো বক্তব্য রাখেন,প্যানেল মেয়র শরীফ তাছলিমা কালাম পলি,পাপিয়া বেগম,ফাতেমা তুজ জোহরা,আয়শা তৌহিদা লুনা,শামীমা আকবর।অপরদিকে বিকালে অশ্বিনী কুমার টাউন হল একই স্থানে জেলা মহিলা দলের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা মহিলা দলের আহবায়ক আফরোজা আলমের সভাপতিত্বে কর্মী সম্মেলন উদ্বোধন করেন,কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস।প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,সুলতানা আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সহ-সভাপতি জেবা খান,যুগ্ন সম্পাদক হেলেন জেরিন খান,এ্যাড. বিলকিস জাহান শিরিন,জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন।মঞ্চে আরো উপস্থিত ছিলেন,বরিশাল সিটি মেয়র আহসান হাবীব কামাল ও কেন্দ্রীয় মহিলাদল নেত্রী নাসিমা সরোয়ার।অনুষ্ঠান সঞ্চালনা করেন,জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক ফাতেমা রহমান।প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার আরো বলেন,বিএনপি এদেশের মানুষের স্বাধীনতার অধিকার চায়।আজ দেশে গনতন্ত্র নেই বলে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারছে না সরকার।তিনি আরো বলেন,যে সংসদে বিরোধী দল নেই সেই সরকার দ্বারা জনগনের অধিকার আশা করা যায় না।তাই গনতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলনের মাধ্যমে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষে মহিলা দলকে আরো শক্তিশালি ভূমিকা পালন করার আহবান জানান।এসময় মহিলা দলের নেতা-কর্মীদের উর্দেশ্যে বলেন,যে দলের জন্য কাজ করে তার দলের পদের জন্য দৌড়াতে হয় না,পদ তার পিছনে এমনিতেই দৌড়ায়।

Post Views:
১৩৪
|
|