Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দপদপিয়ার আতংক মাদক ব্যবসায়ী নূরে আলম বাহিনী 
Friday August 17, 2018 , 9:43 pm
Print this E-mail this

২০১৫ সনের ২৯ জুলাই বিপুল পরিমান ফেন্সিডিলসহ নূরে আলমকে গ্রেফতার করে র‌্যাব-৮

বরিশালে দপদপিয়ার আতংক মাদক ব্যবসায়ী নূরে আলম বাহিনী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী নূরে আলম খান। ওই উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিদিন ব্যবসা করেন ফেন্সিডিল ও ইয়াবাসহ মরণব্যাধি সব মাদক। তার এই মাদক আগ্রাসনে ধ্বংস হচ্ছে স্থানীয় যুব সমাজ ও স্কুলগামী শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়া গেছে, সরকারী দলের ক্ষমতা দেখিয়ে নূরে আলম ওই মাদক ব্যবসা করে আসছে। এরফলে আইন শৃংখলা বাহিনী নূরে আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সনের ২৯ জুলাই বিপুল পরিমান ফেন্সিডিলসহ নূরে আলমকে গ্রেফতার করে র‌্যাব-৮। এ ঘটনায় র‌্যাব-৮’র ডিএডি আঃ রহিম নাঈম বাদী হয়ে নূরে আলমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। অভিযোগপত্র নং ১২৪/২০১৫। এই মামলায় দীর্ঘদিন কারাভোগও করেন এই মাদক ব্যবসায়ী নূরে আলম। সম্প্রতি নূরে আলম পূণরায় ফের গোটা দপদপিয়া অঞ্চলে মাদকের সাম্রাজ্য তৈরি করেন। শাসক দলের তকমা লাগিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোটা দপদপিয়া ও নলছিটিতে ফেন্সিডিল ও ইয়াবার রাজ্য তৈরি করেছেন। এ ক্ষেত্রে প্রশাসনের লোকও তার মাদক ব্যবসায় সহযোগীতা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার সাধারণ মানুষ তার এই ব্যবসার কথা জানলেও তার সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। মাদক বিক্রির টাকায় বর্তমানে তিনি অঢেল টাকার মালিক হয়েছেন পেশাদার ওই মাদক ব্যবসায়ী। এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে পকেটে মাদক দিয়ে প্রশাসনে ধরিয়ে দেন এই মাদক ব্যবসায়ী নূরে আলম। তার অত্যাচারে গোটা এলাকার মানুষ এখন নাজেহাল। এছাড়া সম্প্রতি স্থানীয় এক সাংবাদিককে মারধর করেন মাদক ব্যবসায়ী নূরে আলম। এরপর ওই সাংবাদিক মামলাও করতে পারেনি ওই মাদক ব্যবসায়ীর কারণে। এ ঘটনায় ওই সাংবাদিকের বাবা মারা যান বলেও জানা গেছে। একই সাথে আগামী নির্বাচনে তিনি দপদপিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করবে বলে এলাকায় ঘোষণাও দেন। তিনি চেয়ারম্যান হলে সন্ত্রাস ও মাদকের সাম্রাজ্য হবে গোটা ইউনিয়ন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হলেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। গোটা নলছিটি ও দপদপিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই মাদক ব্যবসায়ী নূরে আলম। এ ব্যাপারে ঝালকাঠী জেলা পুলিশ সুপার জানান, তার বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে এসব ব্যাপারে অভিযুক্ত মাদক ব্যবসায়ী নূরে আলমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।




Archives
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ
Image
নতুন দলের নেতৃত্বে কারা আসছেন, যা জানা গেল
Image
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির
Image
জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার