প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে থাপ্পড়ের কারণে গুপ্তধনের সন্ধান জানা দিনমজুরের মৃত্যু!
Saturday October 13, 2018 , 7:45 pm
গুপ্তধনকে কেন্দ্র করে তার মামা দুলাল ঢালীকে হত্যা করা হতে পারে বলে ধারণা
বরিশালে থাপ্পড়ের কারণে গুপ্তধনের সন্ধান জানা দিনমজুরের মৃত্যু!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : থাপ্পড়ের কারণে গুপ্তধনের সন্ধান জানা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম দুলাল ঢালী’র (৪৫), তিনি পেশায় একজন দিনমজুর। শুক্রবার সাড়ে ৭ টার দিকে শাহজালাল সড়কের জয়নাল মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারনা চর থাপ্পড়ের কারণে যদি তার মৃত্যু হয়ে থাকে সেটিও স্পষ্ট নয়। কারণ মৃত দুলাল ঢালীর শরীরের বাহিরে কোন ধরনের আঘাতের চিহ্ন বা রক্ত ক্ষরণের চিহ্ন দেখা যায় না। মৃত দুলাল ঢালীর স্ত্রী সুমী আক্তার জানান, সকাল ৬ টার দিকে তার স্বামী ও তার কয়েকজন বন্ধু গুয়াচিত্রা নামক জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে মাগরিবের পরে বাসায় ফিরেন। বাসায় ফিরে গোসল করেন দুলাল ঢালী। গোসল সেরে এসে বউ সুমীর কাছে দা চেয়ে বলেন জাহাঙ্গীর তাকে চড় দিয়েছে। চড় দেয়াকে কেন্দ্র করে দুলাল ঢালী ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ব্যক্তি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করার জন্য দা চান। এ কথা বলার সাথে সাথেই দুলাল ঢালী মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান আহম্মেদ ও এস আই অরবিন্দু ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে মৃতের ভাগ্নে নিশাত জানান, তার মামার কাছে গুপ্ত ধনের সন্ধান ছিলো। গুপ্তধনের সন্ধানেই তার সহযোগী শাহ আলম, হারুন ও শাহিনসহ কয়েকজনে একসাথে গুয়াচিত্রা নামক স্থানে যান। গুপ্তধনকে কেন্দ্র করে তার মামা দুলাল ঢালীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: ইমরান আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুলাল ঢালীর লাশ দেখতে পান। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা স্পস্ট বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে।