দখলদার খোকন-মুকুলি দম্পতিকে তাদের ভাড়া নেওয়া বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ
বরিশালে থানার আশ্বাসে প্রহর গুনছে এক দম্পতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে বরিশাল নগরের কাউনিয়া থানার কর্মকর্তাদের হস্তক্ষেপে দখল হয়ে যাওয়া বসতবাড়ি ফিরে পেতে যাচ্ছে মোহাম্মাদপুরের বাসিন্দা নাছির-নীরু দম্পতি। তবে দখলদারদের হুমকি অব্যহত থাকায় এখনও অজানা আশংঙ্খায় র্নিঘুম রাত কাটছে তাদের। সূত্র অনুযায়ী, নগরের ৫ নং ওয়ার্ডের মোহাম্মাপুরের বাসিন্দা ১৫ নং ওয়ার্ড নব নির্বাচিত কাউন্সিলর ও আ’লীগ সভাপতি লিয়াকত হোসেন খান লাবলু’র ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার নাছির সরদার ও তার স্ত্রী নীরু বেগম ২০০৮ সালের ২৭ আগস্ট স্থানীয় ব্যাবসায়ী বাবুল খানের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন। ধীরে ধীরে মাথার ঘাম পায়ে ফেলে সেই জমিতে গড়ে তুলেন একটি টিনসেড ঘর। বছর দুই পূর্বে জীবিকার কারনে নাছির-নীরু দম্পতি সন্তানদের নিয়ে নগরের কাজিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এবং নিজেদের ঘরটি জনৈক খোকন-মুকুল দম্পতির কাছে মাসিক ২ হাজার টাকা চুক্তিতে ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর থেকে খোকন মুকুল দম্পতি র্দীঘ ১৭ মাস ভাড়া পরিশোধ করলেও হঠাৎ করে ৫ মাস পূর্বে নাছিরকে ভাড়া প্রদান বন্ধ করে দেন এবং ঐ ঘরকে নিজেদের বলে দাবি করেন। ঐ ঘটনায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে নাছির-নীরু দম্পতির। কোন উপায়ান্ত না পেয়ে কাউনিয়া থানায় দ্বারস্থ হন তারা। এদিকে খোকন- মুকুল দম্পতিও নিজেদের অবৈধ দখলদ্বারিত্ব বজায় রাখতে একটি জাল কাগজ তৈরি করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে কাউনিয়া থানার এ এস আই সাইফুল উভয় পক্ষকে তাদের দলিল পত্র নিয়ে থানায় ডাকলে গত ৩১ আগস্ট শুক্রবার তারা থানায় হাজির হন এবং যার যার পক্ষের কাগজপত্র উপস্থাপন করেন। এসময় কাউনিয়া থানার কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবি,সাংবাদিকসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ। তারা উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে নাছির-নীরু দম্পতিকেই ঐ বাড়ির প্রকৃত মালিক হিসেবে ঘোষনা করেন এবং চলতি মাসের ১০ তারিখের মধ্যে দখলদার খোকন-মুকুলি দম্পতিকে তাদের ভাড়া নেওয়া বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এঘটনায় নাছির-নীরু দম্পতি স্বস্তির নিশ্বাস ফেললেও এখনও অজানা আশংঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যতক্ষন পর্যন্ত ঘর ফিরে না পাচ্ছেন ততক্ষন পর্যন্ত ঐ ঘরেরই এক পাশে সন্তানদের নিয়ে মানবেতর দিন যাপন করছেন।