শিশুটির গলায় লাল দাগ দেখতে পাওয়া গেছে এবং মুখ ফ্যানায় ভর্তি ছিলো
বরিশালে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রী সাবিহা আক্তার অথৈ’র রহস্যজনক মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকায় তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সাবিহা আক্তার অথৈ (০৮) কাগাশুরা এলাকার কাজী বাড়ির বাসিন্দা কাজী গোলাম মোস্তফার কন্যা ও সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। মঙ্গলবার (০৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষনা করেন। ডাঃ মাহাবুবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়-ই হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাশাপাশি হাসপাতালেও এসেছেন। তবে অথৈর মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এ ঘটনার সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে তিনি বলেন, ঘটনার তদন্ত অব্যহত রয়েছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, শিশুটির গলায় লাল দাগ দেখতে পাওয়া গেছে এবং মুখ ফ্যানায় ভর্তি ছিলো। তবে মৃত্যুর সঠিক কারন ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।