|
আলোচনা পর্ব শেষে রাতে আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
বরিশালে তিনদিন ব্যাপী জীবনানন্দ উৎসব মেলার উদ্বোধন
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে-এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো বা ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় কবি জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করতে কবি’র ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে তিনদিন ব্যাপী জীবনানন্দ উৎসব মেলার ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন, এসময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি সব্যশাচী জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সহ জেলা প্রশাসক দপ্তরে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন। আজ (১৮-০৪-১৮) বুধবার বিকাল পাঁচটায় উৎসব মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টাউন হল মঞ্চে নিসর্গের কবি জীবনানন্দকে স্মরণ করে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আমিন, অতিরিক্ত বরিশাল রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ আজাদ মিয়া, অনুষ্ঠান সমন্বয়কারী স্থানীয় সরকার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ,বরিশাল বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্দা ক্যাপটেন আঃ হক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড: এস এম ইকবাল। অনুষ্ঠানের ২য় সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড: এস এম ইকবাল ও বরিশাল মানিক মিয়া মহিলা কলেজের প্রভাষক কবি আসমা চৌধুরী। অনুষ্ঠানে “ বাংলা সাহিত্য জীবনানন্দ” প্রবন্ধকার পাঠ করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিন আক্তার। আলোচনা পর্ব শেষে রাতে আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি জীবনানন্দ তিনদিন ব্যাপী উৎসব মেলায় বিভিন্ন পুস্তকলা থেকে ১০টি ষ্টল অংশ নেয়।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,৩১০
|
|