প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে তরুণ আলোকচিত্রী আহমেদ নুরুল হাসান সাক্ষরের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী
Sunday July 30, 2017 , 9:05 pm
প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক
বরিশালে তরুণ আলোকচিত্রী আহমেদ নুরুল হাসান সাক্ষরের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক : তরুণ আলোকচিত্রী আহমেদ নুরুল হাসান সাক্ষরের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শনিবার দিনব্যাপী বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সকাল ১০ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল চারুকলার সহযোগীতায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক।বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, সরকারী ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এস.এম ইকবাল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন।