Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তরুণীর সঙ্গে ছাত্রদল নেতা আটক, অতঃপর বিয়ে 
Thursday June 12, 2025 , 8:29 pm
Print this E-mail this

আইনজীবীর চেম্বারে বসে তাদের বিয়ে শেষে নেতাকে ছেড়ে দেয় পুলিশ

বরিশালে তরুণীর সঙ্গে ছাত্রদল নেতা আটক, অতঃপর বিয়ে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (জুন ১০) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে তরুণীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ওই নেতার নাম মেহেদী হাসান। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় গত ১০ জুন রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে তরুণীসহ মেহেদী হাসানকে আটক করে থানায় নেন পুলিশ সদস্যরা। পরে ১১ জুন দুপুরে আটককৃত মেহেদীর ওই তরুণীর বিয়ে দেওয়ার বিষয়ে একমত হন দলীয় নেতাকর্মীরা। পরে ৩০০ টাকার অঙ্গীকারনামায় উভয় পক্ষের পরিবারের স্বাক্ষরের মাধ্যমে এবং তরুণীকে বিয়ে করার পর মেহেদীকে ছেড়ে দেয় থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেন, ৫ মাস পূর্বে মেহেদীর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। আটককৃত তরুণী একটি ওষুধ তৈরির কারখানায় চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই মেহেদী বরিশালে আসেন ওই তরুণীর সঙ্গে দেখা করতে। তিনি আরো বলেন, বুধবার (জুন ১১) দুপুরে ছেলে এবং মেয়ে উভয় পক্ষের পরিবারের লোকজন থানায় আসেন এবং সেখানে বিএনপির ও ছাত্রদলের নেতারা ছিলেন। থানায় বসে উভয় পক্ষের মধ্যে ছেলে-মেয়ের বিয়ের সিদ্ধান্ত হলের ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে বসে তাদের বিয়ে শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসানকে ছেড়ে দেয় পুলিশ।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা