৬০ বোতল ফেনসিডিল ও একশ’৩৫ পিস ইয়াবা ও ৫৪টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার
বরিশালে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩
স্টাফ রিপোর্টার : বরিশালে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে।মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।আটকরা হলেন,বরিশাল নগরীর অনামী লেনেরে বাসিন্দা সাইদুল ইসলাম নান্টু (৪২),মল্লিক রোডের বাসিন্দা শ্রীকান্ত হাওলাদার (৪২) এবং সদর রোডের বাসিন্দা রাইসুল ইসলাম রাজিব ওরফে বাপ্পি (৪০)।এর আগে সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাতে শহরের অনামী লেন সড়কের পৃথক দু’টি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী জানান,তার নেতৃত্বে একটি টিম অনামী লেন সড়ক এলাকায় “প্যাসেফিক সার্ভিসিং সেন্টার” থেকে এর মালিক সাইদুল ও শ্রীকান্তকে আটক করেন।এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও ১৩ পিস ইয়াবা ও ৬১টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।অপর অভিযানে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামানের নেতৃত্বে অনামী লেন এলাকায় একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রাইসুলকে আটক করা হয়।পরবর্তীতে তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একশ’৩৫ পিস ইয়াবা ও ৫৪টি খালি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।