মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২১ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভাটিখানার আঃ রশিদ লেন সড়কের আবুল বশার মৃধার অটোরিক্সা গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানায় ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে বরিশল মেট্রোপলিটন (ডিবি) পুলিশের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত হল, বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের রাজার চর এলাকার মৃত বিরাজ মিত্রের ছেলে কালা মিত্র ওরফে সঞ্জয় মিত্র। কালা মিত্র নগরীর দপ্তরখানা এলাকার ইঞ্জিনিয়ার শহিন মিয়ার বাড়ীর ভাড়াটে। আটক কালা মিত্রের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিবি পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।