Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ ও ছাত্রদল নেতা আটক 
Monday December 23, 2024 , 1:31 pm
Print this E-mail this

বিষয়টি যাচাই-বাছাই চলছে, ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে

বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, পুলিশ ও ছাত্রদল নেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ায় দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিনগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দু’জনকে আটক করে। পরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান। এছাড়াও ২০১৬ সালের ২১শে আগষ্ট বরিশাল মহানগর ছাত্রদল নেতা রাসেলকে ১০৭পিস ইয়াবাসহ আটক করে র‍্যাব-৮’র একটি অভিযানিক দল । পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে। স্থানীয় এনায়েত জানায়, এসআই রেদোয়ান ও রাসেল বিভিন্ন সময় ভূয়া ডিবি পুলিশ আবার কখনো নিজেদের রাজনৈতিক নেতা হিসাবে দাবি করে রাতের আধারে নানা অপকর্ম চালাতেন। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল বলেন, ঘটনাটি শুনেছি, আমি থানায় যাচ্ছি। বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু