৪ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা, র্যাবের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে
বরিশালে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে র্যাবের অভিযান
স্টাফ রিপোর্টার : বরিশাল শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব ৮) একটি বিশেষ টিম।এই অভিযানে বেশ কটি ডায়াগনস্টিকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শহরের প্যারারা রোড এলাকার নিউ সাফারিয়া, লাইফলাইন ও ইসলাম ডায়াগনস্টিক।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম জানিয়েছেন,সাফারিয়া ডায়াগনস্টিকে আনবিক শক্তি কমিশনের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া একই অভিযোগে লাইফ লাইন ও ইসলাম ডায়াগনস্টিক ল্যাবকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া সদর রোডের সেবা ল্যাবকে ৩ লক্ষ ও প্রাইম ল্যাবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।উল্লেখ্য,সেবা ল্যাবের ফ্রিজে গরুর মাংস ও মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট পাওয়ায় এই জরিমানা করা হয়।র্যাবের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপ-পধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স।