মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)’র একমাত্র ময়লা ডাম্পিং স্টেশন (ময়লার ভাগাড়) এ জায়গা সংকট হওয়ায় মানুষের চলাচলের রাস্তায় ময়লা ফেলা হচ্ছে। এর প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ করেছে নগরের ৩ নম্বর ওয়ার্ডস্থ ময়লা ডাম্পিং স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। পাশাপাশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বর্জ্যবোঝাই গাড়ি ডাম্পিং স্টেশনে প্রবেশ করতে দেয়নি। বিক্ষোভকারীরা জানান, ভাগাড় ময়লায় ভর্তি হয়ে যাওয়ায় গত ৬ মাস পূর্বেই বর্জ্য পার্শ্ববতী জমিতে ফেলা হচ্ছে। গত ৬ মাসে আশ-পাশের অনেক বাসিন্দা এ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে দুর্গন্ধে। কিন্তু বর্তমানে চলাচলের রাস্তা সহ কৃষি জমিতে বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, ডাম্পিং স্টেশনের বিসিসি’র জমি পরিপূর্ণ হওয়ায় এখন তাদের জমিতে বর্জ্য ফেলা হচ্ছে। তাদের গাছ-গাছালি বিনষ্ট হয়ে এখন আর জমির আশ-পাশে কোনো ফসল উৎপাদন হচ্ছে না। আবার সন্ধ্যার পর বর্জ্যে আগুন দেয়া হলে পুরো এলাকায় ধোয়া এবং দুর্গন্ধে দূষিত হয়ে পড়ে। আবার সম্প্রতি বর্জ্যবহনকারী ট্রাকগুলো রাস্তায় বর্জ্য ফেলছে, ফলে বাধ্য হয়ে এলাকাবাসী মিলে গাড়ি ভর্তি বর্জ্য ফিরিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল করেছে বলে জানিয়েছেন স্থানীয় আরেক বাসিন্দা বারেক। বিক্ষোভরকারীরা জানান, বর্জ্য ফেলা চলাচলের রাস্তাটি ভরে ফেলায় পার্শ্ববর্তী চরবাড়িয়া এলাকার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এলাকার সাপানিয়া স্কুল ও মাদ্রাসায় পড়াশোনারত তাদের সন্তানরা আর স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না।
তবে ডাম্পিং স্টেশানের ময়লা সরানোর মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় একটু সমস্যরা সৃষ্টি হয়েছে, কিন্তু কাল থেকে এ সমস্যা থাকবে না বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দিপক চন্দ্র।