ট্রলিটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি
বরিশালে ট্রলি চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে ট্রলি গাড়ির নিচে চাপা পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের দীঘির পাড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মাসুদ মল্লিক (১৫) বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভরপাশা এলাকার মোতাহার মল্লিকের ছেলে এবং বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ি থেকে ইঞ্জিন চালিত ট্রলি যোগে বাকেরগঞ্জে আসার পথে সাহেবগঞ্জের বাইপাস সড়ক হয়ে মোড় ঘুরে মহাসড়কে উঠতে গিয়ে সেটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাসুদ মল্লিকের মৃত্যু হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রলিটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।