মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে সহপাঠীর ব্যাটের আঘাতে আবির রবি দাস নামে এক স্কুল ছাত্র নিহত প্রতিবাদে এবং হত্যাকারীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে আবিরের সহপাঠীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি দীপংকর কুন্ডুর সভাপতিত্বে মানবন্ধন চলকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শম্পা দাস, নারী শ্রমিক নেত্রী জোৎস্না বেগম, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মলয় সাহা, আশা দাস বন্যা দাস, ললিত দাস উত্তম ভক্ত প্রমুখ। বক্তারা অবিলম্বে আমির রবি দাসের হত্যাকারী মিরাজকে গ্রেফতার করে কঠোর বিচার এবং তার পরিবারের যথাযথ ক্ষতিপূরনের দাবি জানান। অন্যথায় ছাত্র ইউনিয়ন আবির হত্যাকারীর বিচারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা। গত শুক্রবার বিকেলে নগরীর এ.কে. স্কুল মাঠে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে ওই স্কুলের জেএসসি পরীক্ষার্থী আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে সহপাঠী মিরাজ। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। গুরুতর আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার ভোররাতে মারা যায় আবির। এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজসহ ৪ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।