|
জামায়াত নেতা শামীম রহমানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে
বরিশালে জামায়াত-বিএনপির ৪৩ নেতাকর্মী খালাস
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার বিরোধী আন্দোলনে অংশ হিসেবে অবরোধের সমর্থনে পুলিশের উপর হামলার মামলায় জামায়াত-বিএনপির ৪৩ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। এছাড়া জামায়াত নেতা শামীম রহমানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২৮ আগস্ট বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহিন উদ্দিন এ রায় ঘোষণা করেন। মামলায় খালাস প্রাপ্তরা হলেন, বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন ওরফে ছোট শাহিন, মহানগর জামায়াতের আমির এড. মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বিএম কলেজ ছাত্রদলের সভপাতি মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, বিএনপি নেতা আলাউদ্দিন ওরফে গুলগুল্লা আলামিন, আল-আমিন, খোকন, ছাত্রদল নেতা তছলিমসহ মোট ৪৩ নেতাকর্মী। মামলা সূত্র জানা গেছে, দেশব্যাপী অবরোধের কর্মসূচির অংশ হিসেবে ২০১৩ সালের ৫ ডিসেম্বর সকালে সরকার বিরোধী অবরোধের সমর্থনে বরিশাল নগরীর পোর্টরোডে ভাংচুর করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে নেতাকর্মীরা পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপকরা সহ বিভিন্ন যান বাহন ভাংচুর করে তারা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এএসআই শহিদুল আলম বাদি হয়ে জামায়াত বিএনপির ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত নামা হিসেবে আরো ৫০/৬০ জনকে আসামি হিসেবে নাম রাখা হয়। ২০১৪ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির জামায়াত-বিএনপির ৪৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল। এ মামলা অন্যতম আসামী ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এড. কামরুল আহসান শাহিন ওরফে পিপি শাহিন। মঙ্গলবার ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। পরে জামায়াত নেতা শামীম রহমানের আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন প্রদান করে আদালত।
Post Views:
১,২৬৯
|
|