|
দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বরিশালে জাতীয়পার্টি ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আলোচনা সভা কেক কাটা ও বেলুন -ফেস্টুন উড়িয়ে জাতীয়পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা জাতীয়পার্টি। রবিবার (৩১-১২-১৭) বিকাল ৫টায় নগরীর দক্ষিন আলেকান্দা জাতীয়পার্টি কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়পার্টির সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মীর জসিম উদ্দিন, ফিকুল ইসলাম গফুর, এ্যাড. এম এ জলিল, রুস্তম আলি খান, আকতার রহমান সুপ্র, ফোরকান তালুকদার, মোতাহার বিশ্বাস, বাবু ননি গোপাল, আজাদ সফিউল্লাহ দিপু, রফিকুল ইসলাম মিয়া, মনজুর আলম খোকন, সৈয়দ মজিবর রহমান নাসির প্রমুখ। এর পূর্বে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
Post Views:
১২৩
|
|