প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Thursday November 22, 2018 , 9:07 pm
মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে
বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুলাল সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডস্থ দরগাহ বাড়ি এলাকার সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুলাল সিকদার বাড়ির বাসিন্দা। স্বজনরা জানান, সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে প্রতিপক্ষ লাবু হাওলাদার, বাবু ও আবদুল দুলালের ওপর আকস্মিক হামলা চালান। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।