শামীম আহমেদ : সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হান, উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা প্রমূখ। সভায় জন্মাষ্টমী অনুষ্ঠান যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় সেই লক্ষে নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জন্মাষ্টমীর র্যালীর রুট নিয়েও বিশদ আলোচনা হয়।