|
পটুয়াখালীতে উদ্বোধনী কর্মসূচি শেষে তিনি যোহরের নামাজ ও মধ্যহ্নভোজের জন্য সেনানিবাসে অবস্থান করেন
বরিশালে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আবুল হাসানাত আবদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারযোগে শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১ টায় লেবুখালী পায়রা নদীর তীরে শেখ হাসিনা সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর পটুয়াখালী ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল, মীর্জগঞ্জ উপজেলায় দেউলী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বাউফলের সাবুপাড়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র, সরকারি শিশু পরিবার (বালিকা) এর নবনির্মিত হোটেল ভবন, কাজী আবুল কাশেম স্টেডিয়াম, দশমিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, কলাপাড়া উপজেলাধীন, পশ্চিম চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, পূর্ব ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, বাউফলের ধানদী মডেল হাইস্কুল কাম সাইক্লোন সেল্টার, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গলাচিপা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স, জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল পাবলিসিটি স্কিন, শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়াম) উদ্বোধন করেন। একই সাথে গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হলরুমের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে উদ্বোধনী কর্মসূচি শেষে শেখ হাসিনা যোহরের নামাজ ও মধ্যহ্নভোজের জন্য সেনানিবাসে অবস্থান করেন। পরে দুপুর পৌঁনে ৩টায় হেলিকপ্টারযোগে বরিশালে আসেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী হেলিকপ্টার নগরীর বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অবতরণ করে সেখান থেকে গাড়ি বহরে বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থলে পৌঁছান তিনি।
Post Views:
৩৩৯
|
|