|
ইভা ছাত্রলীগের মিছিলে না যাবার অপরাধে গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হল থেকে বের করে দেয়
বরিশালে ছাত্রী ইভাকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিং কৃর্ষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ও সমাজকান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য আফসানা রহমান ইভাকে লাঞ্চিত করা সহ গভির রাতে ছাত্রলীগ কর্তৃক হোস্টেল থেকে বের করে দেয়ার প্রতিবাদে ও এই অপকর্মের সাথে জড়িত ছাত্রলীগ সদস্যদের দৃষ্ঠন্তমুলক শাস্তির দাবী জানিয়ে প্রতিবাদ সভা করা সহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বরিশাল জেলা কমিটি। আজ (১২-০১৪-১৮) শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করে।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি শন্তুমিত্রের সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, ছাত্রলীগ আজ সারাদেশে ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করে যাচ্ছে। আওয়ামীলীগ ছাত্র রাজনীতিকে হাতিয়ার বানিয়েছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রলীগ ও পুলিশকে ব্যাবহার করে দেশের সাধারণ মানুষকে ভয়ভীতির মধ্যে জিম্মী করে রেখেছে। আজ দেশে ছাত্রলীগ সহ ভাইর আর কাকুর কথা না শুনলে কেহ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে থাকতে পারবেন না। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপ রাজনীতি বন্ধ করার দাবী জানান। এসময় মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) মহানগর সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, এইচ.এম.ইমন, হাসিুবুর রহমান, মামুন, প্রমি, টুম্পা ও জহুরা রেখা। উল্লেখ্য মংমনসিংহ কৃর্ষি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ছাত্রী আফসানা রহমান ইভা ছাত্রলীগের মিছিলে না যাবার অপরাধে গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হল থেকে বের করে দেয়।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
৯৩
|
|