প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদল কমিটি থেকে পদবঞ্চিতরা জেলা সভাপতির নিকট স্মারকলিপি প্রদান
Friday August 31, 2018 , 6:27 pm
নগরীর সদররোডে কমিটি বাতিল করার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল
বরিশালে ছাত্রদল কমিটি থেকে পদবঞ্চিতরা জেলা সভাপতির নিকট স্মারকলিপি প্রদান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি থেকে আন্দোলন-সংগ্রাম সহ একাধিকবার কারাবরণকারী পদবঞ্চিত ছাত্রদলের পক্ষথেকে জেলা বিএনপি (দক্ষিণ) সভাপতি এবায়েদুল হক চাঁনের কাছে পূর্ন কমিটি দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা বারটার দিকে বরিশাল প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠান চলাকালে সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক ও সদ্যঘোষিত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়া ছাত্রনেতা সোহেল রাঢ়ী সহ একদল ছাত্রদল নেতৃবৃন্দ কমিটি পূর্ণ বিবেচনা করার জন্য জেলা বিএনপি সভাপতি বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। পরে তারা নগরীর সদররোডে কমিটি বাতিল করার দাবী জানিয়ে সদররোডে বিক্ষোভ মিছিল শেষে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করে। এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সুজন, সোহেল রাঢ়ী, সহদেপ শর্মা সহ বিভিন্ন ছাত্রদল নেতাকর্মীরা বক্তব্য রাখেন, নতুন কমিটি দাবী করে।