মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ার খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়। রোববার (মে ১৮) দুপুরে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো-বরিশাল নগরীর ফকির বাড়ি এলাকার বাসিন্দা নুরজামাল, গৌরনদীর কান্ডপাশা গ্রামের মো: রায়হান, নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মো: হাসান ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মাসুদ রানা। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা জানান, ‘প্রযুক্তির সহায়তায় শনিবার (মে ১৭) দিবাগত রাতে রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।’ তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে। গত বছরের ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে বানারীপাড়ার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের তিনটি তালা ভেঙে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর দিন ৩০ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদ চৌধুরী বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করেন।