Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার, আটক ২ 
Sunday November 25, 2018 , 2:42 pm
Print this E-mail this

মামলাটির দায়িত্ব দেয়া হয় কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন মাহিকে

বরিশালে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার, আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি। আটককৃতরা হলো, মুলাদী থানার চিলমারী গ্রামের শাহআলম খান ওরফে আব্দুর রব সরদারের পুত্র সাইফুল ইসলাম বাদশা (৩৩) ও গৌরনী থানার কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদার এর পুত্র মো: সজল সরদার। গত ২৩ অক্টোবর বরিশাল নগরীর বেলতলা থেকে বেল্লাল নামক এক ব্যক্তির বাসার সামনে থেকে দিনে দুপুরে একটি পালছার মোটর সাইকেল চুরি হয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চোরকে সনাক্ত করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন মোটরসাইকেলটির মালিক বেল্লাল হোসেন। মামলাটির দায়িত্ব দেয়া হয় কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন মাহিকে। দীর্ঘ এক মাস চেষ্টার পরে মহিউদ্দিন মাহি চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে এসআই মহিউদ্দিন মাহি বলেন, শনিবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে নগরীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশাকে আটক করা হয়। আটকের পর বাদশা স্বিকার করে মোটরসাইকেলটি গৌরনদীর মোঃ সজল সরদার নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তিনি (সজল) বর্তমানে বরিশাল শহরে আছেন বলেও জানান বাদশা। পরে তার স্বিকাররোক্তি অনুযায়ী নগরীর জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে সজর সরদারকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি। আটককৃত মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশার নামে ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনেও মামলা রয়েছে। অপর আসামি মোঃ সজল সরদারের নামে গৌরনদী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা