বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফোর্স প্রেরণ, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ
বরিশালে চুরির অপবাদে দুই যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল চুরির অপবাদে দুই যুবককে বেধে পিটিয়েছে কতিপয় ব্যক্তি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (মার্চ ১৬) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এক মিনিট চৌদ্দ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, পৃথকভাবে দু’জনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
যাদের একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাকে এক ব্যক্তি শক্ত তার দিয়ে পেটাচ্ছে। জানা গেছে, রহমতপুর ব্রিজ এলাকায় রডের দোকান সেবা ইঞ্জিনিয়ারিং থেকে লোহার পাত চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে দেয়ার অভিযোগে স্থানীয় চাঁন মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারীর ছেলে লিংকনকে (২৩) আটক করে মালিক। পরে তাদের রশি দিয়ে বেঁধে দোকানের প্রোপাইটর মো: হাসান পিটায়। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির সিকদার জানান, ঘটনাটি তিনিও সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেউ কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।