প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে চিহ্নিত মাদক বিক্রেতা হাফিজুর রহমান বাবু ইয়াবাসহ গ্রেপ্তার
Monday August 19, 2019 , 6:24 pm
বরিশালে চিহ্নিত মাদক বিক্রেতা হাফিজুর রহমান বাবু ইয়াবাসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শহরের ভাটিখানা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা হাফিজুর রহমান বাবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে ওই এলাকার আবেদাবাগের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবু দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এরআগে সে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে ফের মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে। গ্রেপ্তার হাফিজুর রহমান বাবু ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে সে শাহীন নামে এক মাদক বিক্রেতার কাছে ৫ পিস ইয়াবা বিক্রি করে। ওই শাহীনকে গ্রেপ্তারের পরে সে বাবুর কাছ থেকে মাদক ক্রয় করার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালিয়ে বাবুকে ভাটিখানা রোকেয়া আজিম রোডে সম্মুখ আবেদাবাগ থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তী আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বাবুকে গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।