অবৈধ কর্মকাণ্ড রোধে ব্যবসায়ীদের শুধু সতর্ক বা হুঁশিয়ারি করে দেওয়া হয়
বরিশালে চালের বাজারে অভিযান
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বিভিন্ন চালের বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।শুক্রবার (২২ সেপ্টেম্বর) অভিযানের প্রথম দিনে নগরীর ফরিয়াপট্টির চালের মোকামগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।এসময় চালের মজুদের কোন প্রমান না পেলেও চাল কেনা থেকে বিক্রির মূল্য বেশ ব্যবধান চোখে পরেছে তাদের।বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান জানান,অবৈধ কর্মকাণ্ড রোধে ব্যবসায়ীদের শুধু সতর্ক বা হুঁশিয়ারি করে দেওয়া হয়।ব্যবসায়ীরা যদি পরবর্তীতে নিজেদের না শুধরায় তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা।আর বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা মনিটরিং টিম সর্বদা কাজ করবে বলে জানান তিনি।