Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চালু হচ্ছে ৪৬০ শয্যার ক্যানসার হাসপাতাল 
Friday November 15, 2024 , 12:51 pm
Print this E-mail this

চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন

বরিশালে চালু হচ্ছে ৪৬০ শয্যার ক্যানসার হাসপাতাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চালু হচ্ছে ৪৬০ শয্যার ক্যানসার , কিডনি ও হৃদরোগের চিকিৎসা কেন্দ্র। এ চিকিৎসা কেন্দ্রটি চালু হলে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের উন্নত চিকিৎসার ভোগান্তি লাঘব হবে। খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এ প্রতিষ্ঠানে ছিল না কোনো ক্যানসার , কিডনি ও হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা। ফলে এ সংক্রান্ত রোগীদের ছুটতে হতো রাজধানী ঢাকা কিংবা বিদেশে। তবে এ চিকিৎসা অনেকটা ব্যয়বহুল হওয়ায় অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। পরে এ অঞ্চলের মানুষের চিকিৎসা খাতে স্বস্তির নিঃশ্বাস ফেরাতে উদ্যোগ নেওয়া হয় নতুন ৪৬০ শয্যার ক্যানসার , কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের। সেই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ২০২১ সালের আগস্টে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে প্রায় ৩ একর জমিতে কাজ শুরু হয় ক্যানসার , কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের। প্রথমে এই প্রকল্প ব্যয় ১৭৫ কোটি টাকা ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৩৯ কোটি টাকায়। যার নির্মাণ কাজ চলতি বছরে শেষ হওয়ার থাকলেও অর্থ বরাদ্দ সংকট ও দেশের চলমান পরিস্থিতির কারণে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আগামী বছরের জুনে নির্মাণকাজ শেষ করার কথা জানিয়েছেন তারা। ঠিকাদারি প্রতিষ্ঠান জয়েন্ট ভেঞ্চার খান বিল্ডার্সের স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলে প্রথম কোনো ১৭ তলার দীর্ঘতম সরকারি ভবন হতে যাচ্ছে। এ ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সব সুযোগ-সুবিধা। রোগী, স্বজন এবং চিকিৎসকদের জন্যে থাকবে চলন্ত সিঁড়ি, ভিন্ন ভিন্ন লিফট, সেন্ট্রাল এসি, ফায়ার লিফ্ট ও নিজস্ব সাবস্টেশন। তিনি আরও বলেন, অর্থ বরাদ্দ সংকট ও দেশের চলমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা সম্ভব হয়নি। তবে দক্ষিণাঞ্চলবাসীর উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে কাজটির গুনগত মান সঠিক রেখে করা হয়েছে। যার সুফল এ অঞ্চলের মানুষ শত বছর ভোগ করতে পারবে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড