Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা 
Thursday November 2, 2017 , 9:29 am
Print this E-mail this

এবার ৬ কোটি টাকার কর আদায়ের টার্গেট

বরিশালে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা


স্টাফ রিপোর্টার : বরিশালের কর অঞ্চলের প্রধান কর কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাহিদ হাসান বলেছেন,ঋণ নিয়ে দেশ উন্নয়ন করা সম্ভবনা। আমাদের আয়করের টাকা দিয়ে দেশ উন্নয়ন করতে হবে।তিনি আরও বলেন,আয়কর দেয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা।একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়।যা পুরোটাই জনগনকে দিতে হয় এই আয়করের মাধ্যমে।আয়কর দেয়া দেশের নাগরিকদের কর্তব্য।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল কর কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন,স্বেচ্ছায় স্বপ্রনিত হয়ে আপনি আপনার আয়করের টাকা নির্বিঘ্নে দেয়ার জন্য সরকার ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলার আয়োজন করেছে।বিভাগের ছয় জেলা শহর ও পাঁচ উপজেলায় সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। ‘উদ্ভাবনে বাড়বে কর দেশ হবে স্বনির্ভর,সুখী স্বদেশ গড়তে আয়করের বিকল্প নাই’-এই শ্লোগানকে সামনে রেখে এবার বরিশালের আয়কর মেলা থেকে ছয় কোটি টাকা রাজস্ব কর আদায়ের টার্গেট নিয়েছে আয়কর বিভাগ।এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিভাগীয় শহর বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হবে আয় কর মেলা।এরপর ঝালকাঠী,পিরোজপুর,বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলা শহরে চারদিন এবং কলাপাড়া,স্বরূপকাঠী,লালমোহন,গলাচিপা ও নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা খোলা থাকবে।এর পাশাপাশি নভেম্বর মাসে নতুন আরও ছয়টি উপজেলাতে আয়কর ক্যাম্প অনুষ্ঠিত হবে।এ ছাড়া ৮ নভেম্বর সেরা কর দাতাদের সম্মাননা দেয়ার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন,আমাদের দেশে ৮০লক্ষ করদাতাদের মধ্যে আমরা মাত্র ১৫লক্ষ করদাতাদের কাছ থেকে কর পাচ্ছি।যার কারণে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি।তিনি আরও বলেন,যেখানে রাষ্ট্র আপনাকে সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সেখানে আপনি রাষ্ট্রকে কর দিবেন না তা হতে পারে না।বরাবরের মতো এবারের আয়কর মেলায় নতুন করদাতাদের জন্য ১২টি ভিজিট টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থাসহ পুরাতন করদাতাদের জন্য টিআইএন রেজিস্ট্রেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।আয়কর রিটার্ন ফরম এবং সিটিজেন চার্টার সরবরাহ,আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা থাকবে মেলায়।এছাড়াও মেলায় তাৎক্ষনিক প্রাপ্তিস্বীকারপত্র প্রদান,হেল্প ডেস্ক থেকে এর মাধ্যমে করদাতাদের সহায়তা প্রদান,অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমাদানে সহায়তা প্রদান,ই-পেমেন্টের মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা থাকবে।অনলাইনের মাধ্যমে রির্টান দাখিল করার সর্ম্পকিত প্রাথমিক ধারনা দেয়া ও পাসওয়ার্ড প্রদান,অনলাইনে রিটার্ন দাখিলের ব্যাবস্থাও করা হয়েছে।মেলা প্রাঙ্গনে করদাতাদের সুবিধার জন্য সাতটি মেডিকেল বুথসহ আয়করের টাকা পরিশোধের জন্য সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের দুটি অস্থায়ী বুথ থাকবে।এ বছরের অনুষ্ঠিতব্য ১১টি মেলা থেকে রিটার্নের লক্ষ্যমাত্রা রয়েছে আট হাজার।একই সাথে ছয় কোটি টাকা রাজস্ব আয়কর আদায় এবং নতুন করে ১৫ শ’ কর দাতা সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।মতবিনিময় সভায় কর অঞ্চল বরিশালের সহকারী কর কমিশনার মোঃ মেহেদী মাসুদ ফয়সাল জানান, আগামীকাল থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাতদিন বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মেলা অনুষ্ঠিত হবে।এরপর ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঝালকাঠী,ভোলা ও পিরোজপুরে,৩ থেকে ৬ নভেম্বর পটুয়াখালী ও ৪ থেকে ৭ নভেম্বর বরগুনা জেলা শহরে মেলা অনুষ্ঠিত হবে।এ ছাড়া ২ ও ৩ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া,৪ ও ৫ নভেম্বর পিরোজপুরের স্বরূপকাঠী,৬ ও ৭ নভেম্বর ঝালকাঠীর নলছিটি, পটুয়াখালীর গলাপচিপা এবং ভোলার লালমোহনে মেলা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কর অঞ্চল বরিশালের যুগ্ন কর কমিশনার আবুুল বাসার আকন,সহকারী কর কমিশনার বিদ্যুৎ সিকদার,উপ-কর কমিশনার আনন্দ কুমার সাহা,বরিশাল কাস্টম্স এক্সাইজড ভ্যাটের সহকারী কমিশনার মোঃ নেয়ামুল ইসলাম ও সঞ্চয় অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ এনায়েত হোসেন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার